দেবিদ্বার প্রতিনিধি :
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে আক্তার হোসেন নামে এক দালাল সদস্যকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এ দালালকে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় তাকে ০৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের ভুল পথে পরিচালিত করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে রোগীদের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি এ অনিয়মের সাথে যুক্ত রয়েছে। যার ফলে ফাঁদে একাদিক রোগী হয়রানির শিকার হয়েছে।
রোগীদের হয়রানি এবং দালালদের উৎখাত করতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে ইউএনও রাকিবুল ইসলাম জানান, রোগীসেবার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো দালালকে হাসপাতাল এলাকায় অবাধে চলতে দেওয়া হবে না। তাকে আইনানুযায়ী শাস্তি দেওয়া হবে। পরবর্তীতে কোনো দালাল এ ধরনের কার্যক্রমের সম্পৃক্ততা প্রমাণ পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।