সৈয়দ খলিলুর রহমান বাবুল,দেবিদ্বার।।
নোয়াাখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাসহ ও সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে কর্মবিরতি পালন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দেবিদ্বার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সাহিদুল ইসলাম, ফখরুল ইসলাম সাগর, শাহীন আলম, এটিএম সাইফুল ইসলাম মাসুম, ফারুক হোসেন, এনামুল হক, জামাল উদ্দিন দুলাল, সফিউল আলম রাজিব. এ আর আহমেদ হ্সোইন প্রমুখ।,
কর্মবিরতিতে সাংবাদিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকান্ডের দশ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হলো না। একের পর পর সাংবাদিক নির্যাতন হামলা মামলা করে কলম সৈনিকদের দমাতে পারবেন না। সাংবাদিক সাগর-রুনি হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবী জানান।