নগরীর বাগিচাগাঁওয়ের ব্যক্তির করোনা নেই

অফিস রিপোর্টার:
কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার ব্যক্তির করোনা উপসর্গ সন্দেহজনক ছিল, সেটার ফল নেগেটিভ এসেছে। কুমিল্লায় ৬১টি পরীক্ষার বুধবার ২৪টি রিপোর্টসহ এ পর্যন্ত ৫৪টির রিপোর্ট এসেছে। সবগুলো নেগেটিভ। কুমিল্লার কেউ করোনায় আক্রান্ত নন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান।
উল্লেখ্য-৬এপ্রিল কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় এক ব্যক্তির করোনা সংক্রমণ সন্দেহে একটি বাড়ি লকডাউন করা হয়। পশ্চিম বাগিচাগাঁও এলাকার ফাতেমা ম্যানশনের তৃতীয় তলার একজন থেকে নমুনা সংগ্রহ করা হয়। তার বয়স ছিলো ২১।
অসুস্থ ব্যক্তির বড় ভাই রবিন বলেন, ছোট ভাইয়ের গত তিন সপ্তাহ ধরে কাশি ও জ্বর । কাশির কারণে তার শ্বাসকষ্ট হতো। কিছুটা গলা ব্যথা ছিলো। তাকে নেবুলাইজড করতাম। মোবাইল ফোনে চিকিৎসা নিয়েছি। সে এখন আগের তুলনায় সুস্থ আছে।