নাঙ্গলকোটের হেসাখালে ত্রাণের জন্য হাহাকার

মো: ওমর ফারুক,নাঙ্গলকোট ।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের কয়েকটি গ্রামে ত্রাণের জন্য হাহাকার করেছেন, নিম্ন আয়ের মানুষরা। এখানে ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মেম্বারের বিরুদ্ধে। দরিদ্র ও কর্মহীন পরিবারের অভিযোগ করোনাভাইরাস এর প্রভাবে হোম করেন্টাইনে থাকায় আয়, রুজি বন্ধ হয়ে গেছে। জীবিকা নির্বাহ করতে পারছেনা। মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদেরকে। হেসাখাল ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার ফরহাদের বিরুদ্ধে ত্রাণ সামগ্রী না দেয়ার অভিযোগ করেছেন- হেসাখাল খামার বাড়ির মৃত মোতালেব হোসেনের ছেলে জসিম উদ্দিন ,মৃত মুসলিমুর রহমানের ছেলে নবী হোসেন , মৃত আবদুল মোতালেবের স্ত্রী রাবেয়া খাতুন , মৃত আবদুল বারেকের ছেলে মিলন ,মৃত মোতালেবের ছেলে মাইন উদ্দিনসহ শতাধিক দরিদ্র পরিবার। তারা জানান, ফরহাদ মেম্বার নির্বাচিত হওয়ার পর গত ৪ বছরে একবারও এই বাড়িতে সরকারি কোন অনুদান দেননি। এই বিষয়ে অভিযুক্ত ফরহাদ মেম্বার বলেন, মোট ৩ ধাপে ৩৫জনকে ত্রাণ সামগ্রী দিয়েছি । দলীয় ভাবে এই ৩৫জনের মধ্যে থেকে ২০জন দলীয় নেতাকর্মীকে খাদ্য সামগ্রী বিতরণ করি। ইউপির চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া বলেন, করোনা ভাইরাস এর প্রভাবে অসহায় পরিবারদের মাঝে এখন পর্যন্ত সরকারি ভাবে উপজেলা পরিষদ থেকে ১৭০ জনের জন্য ১৭শ কেজি চাল দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালুর নিজ তহবিল থেকে ১৭০ জনের জন্য ডাল, আলু, তেল, দেয়া হয়েছে। নিজ তহবিল থেকে ১৮শ’ কেজি চাল,ডাল, আলু, তেল ১৮০ জনের মাঝে বিতরণ করা হয়েছে। অপরদিকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য ও দরিদ্র ও মধ্য বৃত্ত পরিবারের যাদের ঘরে খাদ্য সামগ্রী নেই তাদের তালিকা করা হচ্ছে।

(বিঃদ্রঃ-আমাদের পোর্টাল থেকে নিউজ কপি করবেন না, আমাদের নিউজ কপি করে যে সমস্ত পোর্টালে প্রকাশ করছেন, সবাইকে তদারকি করা হচ্ছে। যে নিউজটি কপি করছেন সেটার স্ক্রিনশটও রাখা হচ্ছে। কপি করা বন্ধ না করলে আপনার নিউজ পোর্টালের নাম এবং স্ক্রিনশটসহ প্রকাশ করা হবে)