নাঙ্গলকোটে আট চিকিৎসক, লাকসামে তিন পুলিশ,মুরাদনগরে ১৪জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসক,দুইজন স্বাস্থ্যকর্মী এবং বুড়িচং উপজেলার একজন দন্ত চিকিৎসক,লাকসামে তিন পুলিশ কর্মকর্তাসহ জেলায় এক দিনে নতুন আক্রান্ত হয়েছে ৬৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৬ জনে। এ দিন জেলায় একজন সুস্থ হয়েছেন। দুইজন মারা গেছেন। শনিবার করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগরে ১৪জন,কুমিল্লা সিটি কর্পোরেশনের শাসনগাছা ও সরকারি মহিলা কলেজ রোডে তিনজন, আদর্শ সদরে দুইজন, সদর দক্ষিণে ছয়জন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসক,দুইজন স্বাস্থ্যকর্মীসহ ২৫ জন,লাকসামে সাতজন, বুড়িচংয়ে একজন,ব্রাহ্মণপাড়ায় একজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন আক্রান্ত হন। আজকের দুইজনসহ মোট মারা গেছেন ১৯ জন। এ দিন লালমাইয়ে একজনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন।