নাঙ্গলকোটে পূর্ব বিরোধের জের ধরে হামলা, আহত ১২

মো: ওমর ফারুক, নাঙ্গলকোট ।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজারে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
আহত আবুল বাশার অভিযোগ করে বলেন , রোববার সন্ধায় হেসাখাল বাজার জামে মসজিদে মাগরিব এর নামাজ পড়তে যান তিনি। নামাজ পড়ে বাড়ীতে আসার পথে রবিউল মেম্বারের দোকানের সামনে এলে হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কামাল হোসেনসহ ১৫-২০ জনের একটি গ্রুফ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। বাশারে চিৎকার শুনে তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় তার ছেলে আলমগীর হোসেন, রিপন, তোফায়েল, আব্দুল মন্নানের ছেলে হাবিবুর রহমান, তার ভাই আরিফুর রহমান, আব্দুল বাতেনের ছেলেও আহত হয়। আহতদেরকে নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে আবুল বাশারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অভিযুক্ত কামাল হোসেনের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, উল্টো তাদের হামলায় আমিসহ ৫ জন আহত হয়েছি।
নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । আহতরা চিকিৎসাধীণ রয়েছে । এই ঘটনায় দুই পক্ষের কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।