নাঙ্গলকোটে হত্যার তিন দিন পর মাটির নিচ থেকে লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার জোড্ডা গ্রামে নিজ বাড়ির পাশে পুকুরে তার লাশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধে এনামুল হক (৬০) নামে ওই ব্যক্তিকে হত্যার পর বাড়ির পাশে শুকনো পুকুরে মাটিচাপা দেওয়া হয়েছিল। মাইজভান্ডরীর ভক্ত এনামুল এলাকায় দরবেশ হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বড় ছেলে সুমনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতের খাবার শেষে সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হন এনামুল হক। রাতে তিনি আর ফিরে না আসায় তার স্ত্রী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, কিন্তু তাকে পাওয়া যায়নি। গতকাল সকালে বাড়ির লোকজন পুকুরে কাদার নিচে এনামুল হকের মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নাঙ্গলকোট থানার এসআই কামরুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

ওসি বখতিয়ার উদ্দিন জানান, নিহত ব্যক্তির ঘরের ভেতর ও বাইরে রক্তের দাগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হবে।