নাঙ্গলকোটে ৭ পুলিশ সদস্যসহ ২৬ জন করোনায় আক্রান্ত

নাঙ্গলকোট প্রতিনিধি :
নাঙ্গলকোটে ৩ পুলিশ উপ-পরিদর্শক, দুই সহকারী পুলিশ পরিদর্শকসহ ৭জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নাঙ্গলকোটের ব্যবস্থাপকসহ (ডিজিএম) তার অফিসের তিন জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে বটতলী ইউনিয়নে ৭ জন, জোড্ডায় এক এনজিওকর্মী, ঢালুয়া ইউনিয়নে ২ জন, আদ্রা দক্ষিণ ইউনিয়নে ১জনসহ সোমবার ২৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নাঙ্গলকোটে ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. দেবদাস দেব বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তরা হলেন, নাঙ্গলকোট থানার এসআই ওবায়দুল হক, সফিকুল ইসলাম, কামরুল ইসলাম, এএসআই সফিকুল ইসলাম, মকবুল হোসেন। পুলিশ সদস্য মো. আবুল খায়ের, টিটু বড়ুয়া, মো. শহীদ মিয়া, আনিসুর রহমান, কহিনুর আক্তার, মাসুদ রানা, সেলিম উদ্দিন। পল্লী বিদ্যুতের ডিজিএম শহীদ উদ্দিন, জাহিদ উদ্দিন, মো. সেলিম মিয়া, জোড্ডা ইউনিয়নের মনির নামের এক এনজিও কর্মী। ঢালুয়া ইউনিয়নের মকিমপুর গ্রামের শাহাদাত হোসেন, রহিমা আক্তার। আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের শাহা আলম। বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের রিপন, রোজিনা, সালমা আক্তার সীমা আক্তার, ইস্রাফিল, নুসরাত, সম্রাট। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৬৭জনের। রিপোর্ট আসে ৯০০ টির। মোট সুস্থ ৫৮ জন। ৮২ জন বাড়িতে আইসোলেশনে রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক লামইয়া সাইফুল বলেন, থানার এক সাথে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারা সবাই আইসোলেশনে রয়েছে।