স্টাফ রিপোর্টার।।
চলতি মহামারি ও রমজানে গরিব-দুস্থদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সামাজিক সেবামূলক সংগঠন যুব পল্লী উন্নয়নের স্বেচ্ছাসেবকরা। কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিভৃত পল্লী শাহদিলারবাগ গ্রাম। গ্রামের স্বেচ্ছাসেবীরা কয়েকজন প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় ১১০টি পরিবারের মাঝে এসব খাদ্য বিতরণ করে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের ঘরে ঘরে রাতের অন্ধকারে জরুরি খাদ্যের প্যাকেটগুলো পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা। যারা সমস্যায় থেকেও লোকলজ্জার কারণে প্রকাশ্যে আসতে পারছিলেন না, রাতে খাদ্য সামগ্রী পেয়ে তারাও বেশ আনন্দিত। তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৪ মণ আলু, দুই মণ ৩০ কেজি ডাল, ১৩ মণ ৩০ কেজি চাল এবং ১১০ লিটার তেল।
সংগঠনটির সিনিয়র সদস্য হাসান জানান, নিজ এলাকার অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে আমরা গর্বিত। এছাড়া মধ্যম আয়ের মানুষগুলোর কথা চিন্তা করেই মূলত রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়। যাদের উৎসাহ ও সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।