অনলাইন ডেস্ক :

চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ঘোষণা করতে পারেন তপশিল। আগের দিন বুধবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে কমিশনের সদস্যদের।
গতকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন সিইসি। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির দশম কমিশন বৈঠকে আসন্ন ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার এই বৈঠকে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সংসদের ভোটের সঙ্গে এক দিনে গণভোট আয়োজনের কারণে আগেই সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল ইসি। এ ক্ষেত্রে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। বুথের (ভোটকক্ষের) গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে। পাশাপাশি প্রয়োজনবোধে ভোটকক্ষের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ
গতকাল সন্ধ্যায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ অংশ নেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং ইসি সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সিইসি বলেছেন– ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।
নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ইসিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে ইসি চালকের আসনে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতেই হবে।’ তিনি বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত্যয়ে এগিয়ে চলছি।
বাদ পড়লেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা
সাধারণত নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার পদে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ করা হলেও এবার তাদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে প্রশিক্ষণ দিয়ে তাদের রিজার্ভ প্যানেলে রাখা হচ্ছে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কাজে লাগানো হবে না। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা নিয়োগ পাবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি ইসি। যদিও আগে থেকেই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। আর ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের প্যানেল করা হবে। এর আগে বিএনপিসহ কয়েকটি দলের অভিযোগ ছিল– বিশেষ একটি দলকে সুবিধা দিতে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের নিয়ে প্যানেল তৈরি হচ্ছে। এ সংক্রান্ত লিখিত অভিযোগও ইসিতে দিয়েছিল বিএনপি।
এ ছাড়া আগের মতোই ভোটের আগের দিন রাতে সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ সব ধরনের নির্বাচনসামগ্রী পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আরও জানান, চলতি সপ্তাহের মধ্যেই কোনো এক সময় তপশিল ঘোষণা করা হবে। সিইসির বক্তব্য রেকর্ড করার জন্য আজ সোমবার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কাছে চিঠি পাঠানো হবে।
এদিকে, রিটার্নিং কর্মকর্তা কারা হবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার ব্যাপারে কোনো আলোচনা আজ হয়নি। রিটার্নিং কর্মকর্তা সাধারণত জেলা প্রশাসকরা হয়ে থাকেন। এর বাইরেও ইসির কিছু প্রস্তাবনা আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি।
ভোট গ্রহণের সময় বাড়ল এক ঘণ্টা
সাধারণত সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হলেও এবার গণভোট ও জাতীয় নির্বাচন একত্রে হওয়ায় এক ঘণ্টা বাড়বে ভোট গ্রহণের সময়। ‘মক ভোটিং’-এর অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের পরামর্শে আগেই ইসির সিদ্ধান্ত হয়েছিল, দুই ভোটকেন্দ্র বা ভোটকক্ষ না বাড়িয়ে ভোট গ্রহণের ‘গোপনকক্ষ’ দ্বিগুণ করা হবে। তবে গতকালের বৈঠকে বাস্তব পরিস্থিতি পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়– যেসব ভোটকক্ষে স্থান সংকুলান হবে, সেগুলোতে একাধিক ‘গোপনকক্ষ’ স্থাপন করা হবে। তবে যেখানে গোপনকক্ষ বাড়ানোর জায়গা থাকবে না, সেখানে প্রয়োজনে আলাদা ভোটকক্ষ করা হবে।
ব্যালট পেপার কেন্দ্রে যাবে আগের রাতেই
রাতের ভোট হিসেবে খ্যাতি পাওয়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকে ব্যালট পেপার ভোটের দিন সকালে কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা চালু করেছিল ইসি। গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনব্যবস্থা সংস্কার প্রক্রিয়া চলাকালেও দাবি উঠেছে ভোটের দিন সকালে ব্যালট পেপার ও ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা নেওয়ার।
তবে ইসি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে আগের রাতেই ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেবে। দুর্গম এলাকার ভোটকেন্দ্রে এগুলো পরিবহনের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে।
এতে ২০১৮ সালের মতো আবারও রাতের ভোটের আশঙ্কা রয়ে যায় কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, ওইসব ঘটনার অবতারণা আর দেখব না।’ তিনি বলেন, ইসির তত্ত্বাবধান থাকবে, যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে।
পোস্টাল ব্যালট আজ থেকে ছাপা শুরু
প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট আজ থেকে ছাপা শুরু করবে ইসি। এসব ব্যালট ডাক বিভাগের মাধ্যমে আগামীকাল মঙ্গলবার থেকে বিভিন্ন দেশে পাঠানো শুরু হবে। আর প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বরের পর আর বাড়ানো হবে না।
এমন তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের নিবন্ধন শুরু হবে তপশিল ঘোষণার দিন থেকে। চলবে ১৫ দিনব্যাপী। এই নিবন্ধন শেষ হলে তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোটদানে নিবন্ধনকারী প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের আলাদা তালিকা নির্বাচনের কমপক্ষে ২৫ দিন আগে পৌঁছে দেওয়া হবে।
নির্বাচনী প্রস্তুতি আরও যা রয়েছে
ভোটের তপশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্দেশ দিয়েছে ইসি। এগুলো না সরালে আচরণবিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য অঞ্চলভিত্তিক ১৪ সদস্যের কমিটি করা হচ্ছে। ইসির অতিরিক্ত সচিব এই কমিটির নেতৃত্বে থাকবেন। ৩০০ আসনের জন্য ৩০০ নির্বাচনী তদন্ত (ইলেকটোরাল ইনকোয়ারি) কমিটি থাকবে। যারা কেবল নির্বাচনী অনিয়ম নিয়ে তদন্তই নয়, বিচারও করতে পারবেন। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন ও নিশ্চিতকরণে কাজ করবেন।
গণভোট বিষয়ে প্রচারণা আরও জোরদার করবে ইসি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি গণভোটের চারটি প্রশ্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগও নেবে তারা। এ ছাড়া ভোটকেন্দ্রগুলোর ভোটের লাইনে গণভোটের ব্যালট বড় আকারে ছাপিয়ে ঝোলানো থাকবে। প্রশ্নমালাও টানিয়ে দেওয়া হবে।
নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয়ভাবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীদের কাছ থেকে কোনো সহযোগিতা বা আতিথেয়তা গ্রহণ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এ ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনের জন্য বাজেটে বাড়তি বরাদ্দ রাখা হবে।
ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকবে, ভোটকেন্দ্রের আশপাশে ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল ২৪ ঘণ্টা এবং মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকায় সব ধরনের অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণ সম্পর্কে নিষেধাজ্ঞা-সংক্রান্ত পরিপত্র দ্রুতই জারি হবে। বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতাভোগীদের ভাতা এবং চলমান উন্নয়ন প্রকল্প ও কাজ অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন বিষয়ে একটি পরিপত্র এই সপ্তাহের মধ্যে ইসি থেকে দেওয়া হবে। এর আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে। যে কেন্দ্রে যে ধরনের ফোর্স মোতায়েন করা দরকার সেটা করা হবে।
তিনি জানান, নির্বাচন কমিশনে একটা কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপিত হবে। যেখানে সব বাহিনী, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিত্ব থাকবে। এই সেল থেকে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা করা হবে। এগুলো মোকাবিলার জন্য নিজ নিজ বাহিনী, প্রতিষ্ঠান ও সংস্থার সক্ষমতা আছে, বিষয়টি তারাও দেখবে।