নিয়মিত খেলাধূলা করলে মাদক থেকে দুরে থাকা যায়-আব্দুল মতিন খসরু এমপি

মো.জাকির হোসেন,বুড়িচং।।
সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডঃ আব্দুল মতিন খসরু বলেছেন যে, তরুণ ও যুব সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার পাশাপাশি খেলা-ধূলায় এগিয়ে আসতে হবে। এতে তাদের একদিকে সুশিক্ষা অন্যতম স্বাভাবিক শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মাদক থেকে দুরে রাখা যায়। গতকাল শনিবার ময়নামতি উচ্চ বিদ্যালয় মাঠে “বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল বাশার চেয়ারম্যান স্মৃতি ফ্রিজ কাপ ” ফুটবলের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বঙ্গবন্ধু’র সহকর্মী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল বাশার চেয়ারম্যানের স্মতি রক্ষায় ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দারের সভাপতিত্বে গতকাল ময়নানমতি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন খসরু এমপি আরো বলেন,প্রতিটি মুসলমানকে নিয়মিত নামাজ,সঠিক পথে চলাসহ অনিয়ম দূর্নীতি থেকে দুরে থাকতে হবে। খেলাধুলায় নিয়মিত পড়ালেখার পাশাপাশি মনোনিবেশ করলে স্বাভাবিকভাবে জীবনে পরিপূর্ণতাও আসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা আ’লীগ সভাপতি এডভোকেট আবুল হাশেম খান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য হাজী তারেক হায়দার, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন জাহের,সাবেক চেয়ারম্যান আবু তাহের,মোকাম ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, বুড়িচং উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর খান, আ’লীগ নেতা ওমর ফারুক,আলমগীর হোসেন, মজিবুর রহমান,বুড়িচং উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি গিয়াস উদ্দিন,জসিম মেম্বার,দেলোয়ার মেম্বার প্রমুখ। ফাইনাল খেলায় সমেষপুর একাদশকে ১-০ গোলে আকাবপুর মামুন একাদশ বিজয়ী হন। টুর্নামেন্ট পরিচালনা করেন,মোঃ নাজমুল ইসলাম সাব্বির,মোঃ ইমরান হোসেন (পাপ্পু),উদয়,অপু,বাবু, ওয়াশিম,টিপু, রনি,নুরুল,আমজাদ,মামুন,তসলিম,তুহিন,জাহিদ,রবিন।