পাকিস্তান ও মিয়ানমার থেকে এলো পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট।।
পেঁয়াজ নিয়ে ভারতের নানা নাটকিয়তার পর প্রথম দফায় পাকিস্তান এবং মিয়ানমার থেকে আনা ২৫২ টন পেঁয়াজ খালাস হয়েছে।
বন্দর ও কাস্টম সূত্র জানিয়েছে, বিকল্প দেশ থেকে পেঁয়াজের প্রথম চালানটির আমদানি করেছে ‘কায়েল স্টোর’। ভারত রফতানি বন্ধের আগেই অর্থাৎ গত ৩১ আগস্ট প্রতিষ্ঠানটি মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছিল। এরপর ‘গ্রিন ট্রেড’ নামের একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে এনেছে ১১৬ টন পেঁয়াজ।
তবে ভারত রফতানি বন্ধের পর যেসব চালান আমদানির অনুমতি নেওয়া হয়েছিল সবগুলো এখনো বন্দরে এসে পৌঁছেনি। সপ্তাহ খানেকের মধ্যে তা পৌঁছাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। তখন পেঁয়াজের দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মো. আসাদুজ্জামান বুলবুল জানান, পেঁয়াজের চালান আসামাত্রই দ্রুত খালাসের জন্য ছাড়পত্র ইস্যু করা হচ্ছে। পাইপ লাইনে থাকা অন্যান্য আমদানিকারকের পেঁয়াজও দ্রুত বন্দরে পৌঁছাবে বলে জানান তিনি।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, পেঁয়াজের চালান খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুই কনটেইনারের চালান এরইমধ্যে খালাস নিয়েছেন আমদানিকারক। বাকিগুলো খালাসের প্রক্রিয়া চলছে।