মারুফ আহমেদ।।
প্রশাসনকে ম্যানেজ করেই চলছে কুমিল্লা বরুড়ায় মাসব্যাপী জমজমাট জুয়ার আসর। প্রতিদিন প্রায় কোটি টাকার খেলা চলে এখানে।
স্থানীয় তথ্যসূত্রে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়ন এর মহিতপুর বাজারের পাশে হিন্দু পাড়ায় একটি পানের বরজএ দীর্ঘ দিন যাবৎ স্থানীয় রুহুল আমিন মেম্বার ও বুড়িচংয়ের কোরপাই এলাকার সুলতান মিয়ার নেতৃত্বে একটি চক্র প্রতিদিন প্রায় কোটি টাকার জুয়ার আসর বসে। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় ১শত জুয়াড়ির আসর বসে এখানে।
সূত্র আরো জানায়, বরুড়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)কে ম্যানেজ করেই চলছে এ জুয়ার আসর।
প্রতিদিন বরুড়া থানা পুলিশকে ম্যানেজ করতে দিতে হয় ১৭ হাজার টাকা। ডিবি পুলিশকে দিতে হয় ৫ হাজার টাকা। প্রতিদিন সময় মত থানার ক্যাশিয়ারের হাতে চলে যায় টাকা।
স্থানীয় নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ এই জুয়ার আসরটি চলছে, কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না, এ বিষয়ে এলাকার একাধিক লোক প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও তারা কোন প্রকার ব্যবস্থা নেয়নি। আমরা জানতে পেরেছি তারা প্রতিদিন প্রশাসনকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেই এ জুয়ার আসরটি চালিয়ে আসছে।
বিএনপি’র স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তি জানান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বরুড়ার সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন কয়েকদিন আগে একটি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য চলাকালীন বলেন, বরুড়ার মাটিতে মাদক এবং জুয়া কোনভাবেই চলতে দেয়া হবে না। তবুও কিভাবে এখানে এত বড় একটি জুয়ার আসর চলে আসছে বিষয়টি বোধগম্য হচ্ছে না। প্রশাসন জেনেও কেন নীরব সেটা সাধারণ মানুষের প্রশ্ন।
মুঠোফোনে কথা হয় জুয়াড়ি রুহুল আমিন মেম্বারের সাথে, তিনি জানান, আমরা খেলি সত্য, তবে ছোট পরিসরে।
বিষয়টি জানতে চাইলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, স্থানীয় লোকজন আমাকে বিষয়টি জানিয়েছে, আমরা অভিযান চালিয়ে এ জুয়ার আসরটি বন্ধ করব, এবং জুয়াড়িদের গ্রেফতার করব। তাদের সাথে থানা পুলিশের টাকা লেনদেনের কোন ঘটনা কখনোই ঘটেনি।
একই বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি ডিবি) বলেন, বরুড়ায় জুয়া খেলার বিষয়টি জেনেছি, আমরা দ্রুত এই খেলাটি বন্ধ করার ব্যবস্থা নিচ্ছি। পুলিশকে টাকা দিয়ে কিনতে পারবেনা। যারা টাকা পয়সা লেনদেনের কথা বলেছে, মিথ্যা বলেছে। জুয়াড়িদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।