বরুড়া প্রেসক্লাবের সদস্য ও জ্যোষ্ট সাংবাদিক মোঃ তাজুল ইসলামের মৃত্যুতে শোক, কাল নিজবাড়ীতে বিকেলে দাফন
মোঃ দুলাল মিয়া
তথ্য অধিকার ও মানবাধিকার উন্নয়নে অবদান রক্ষায় অবদান রেখে আলোকিত মোঃ তাজুল ইসলামের মৃত্যু বরণ। দৈনিক যুগান্তর, ভোরের ডাক,রুপসী বাংলা, বাংলার আলোড়ন, নিরীক্ষণ, দৈনিক শ্রমিক,দৈনিক ভোরের ডাক,দৈনিক মুক্তির লড়াই ও দৈনিক ভোরের কাগজ সহ অসংখ্য স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে উপজেলা, জেলা প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালন করে ব্যপক জনপ্রিয় হয়েছেন। জাতীয়তাবাদী শক্তির আদলে আপোষহীন ভাবে কাজ করেছেন ও বহু অপ্রীতিকর প্রতিবাদী গুনীব্যক্তি সরাফতি গ্রামে জন্ম লাভ করেন। মৃত্যুকালে তিন পুত্র, কন্যা, স্ত্রী ও গুণগ্রাহী রেখে যান। আমৃত্যুকাল এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চেয়ারম্যান এর উপদেষ্টা ছিলেন। প্রততিশীল সংবাদ কর্মী ও মানবকল্যানে তার অকাল মৃত্যুে মিডিয় পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে, স্থানীয় প্রেসক্লাব গুলো শোকাহত, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল কাল বাদ যোহর নিজবাড়ীতে দাফন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে