মো.বিল্লাল হোসেন,বরুড়া:
বরুড়া উপজেলার শিলমুড়ী দঃ ইউনিয়নের আমড়াতলী কানুপুর নামক গ্রামে গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ প্রক্রিয়াটি পরিচালনা করেন -বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি মো. আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আঃ জলিল। সার্বিক সহযোগিতায় মাস্টটার হরি উম আচার্য ও আসু চন্দ্র দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন –কার্তিক চন্দ্র দে, ওষা রঞ্জন দেবনাথ, কার্তিক মাষ্টার, দিন ইসলাম, আঃ হালিম, মো.হারুনুর রশিদ, মো. হেলাল, মো.আবু ইউসুফ মানিক, হাজী মমতাজ উদ্দীন, সুমন, চয়ন ও কৃষ্ণ প্রমুখ। এ ছাড়া ও আমড়াতলী উজ্জীবিত সংগঠনের প্রধান সম্নয়ক লন্ডন প্রবাসী বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক রাজিব আহাম্মেদ, অন্যান্যদের মধ্যে আরো যারা সহযোগিতায় ছিলেন -কবির আহাম্মেদ বাবু, দত্তক বুক হাউজের প্রতিষ্ঠাতা কৃষ্ণ দত্ত ।খাদ্য সামগ্রী বিতরণের সাথে সাথে প্রত্যেককে দুই পাতা করে সর্দি-কাশির ঔষধ প্রদান করা হয়।