বাংলা নববর্ষে স্থানীয় সরকারমন্ত্রীর শুভেচ্ছা

মারুফ আহমেদ।।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩০ উপলক্ষে দেশবাসী, গণমাধ্যমকর্মী ও বিদেশে বসবাসরত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পহেলা বৈশাখকে বাঙালির সম্প্রীতি ও মহামিলনের দিন উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সমগ্র জাতি এদিন জেগে ওঠে নবপ্রাণে, নব-অঙ্গীকারে।

মো. তাজুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়িত ঐতিহ্য। বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিতভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে।

পহেলা বৈশাখে বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে সুন্দর আগামী নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নতুন প্রত্যয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতি হিসেবে এগিয়ে যাব এবারের বাংলা নববর্ষে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।