বিএমইটি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোমবার সন্ধ্যায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ‘র কুমিল্লা কোটবাড়ী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে আয়োজিত ফাইনাল খেলায় অংশ নেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুমিল্লা।

বার্ডের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন, প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ফারুক হোসেন ও বার্ড মডেল স্কুলের সহকারী শিক্ষক শফিক উল্ল্যাহ্ রিজভী শিশির।

আর কলকারখানা পক্ষে অংশ নেন- লেবার ইন্সফেক্টর মো. আশিকুর রহমান ও মো. জহিরুল ইসলাম।
খেলায় কলকারখানার সাথে ২/১ সেটে জয় লাভ করেন বার্ড।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর  মহা পরিচালক মোঃ শহীদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত  মহা পরিচালক আবুল হাসানাত মুহাম্মদ আনোয়ার পাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুমিল্লা কোটবাড়ী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলা মনকে উৎফুল্ল করে,স্বাস্থ্যভালো থাকে এবং কাজের অনুপ্রেরণা যোগায়। বর্তমান সরকার যুবসমাজকে কর্মমূখি প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরিকরণ ও বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ও টিটিসি র  প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন।
সব শেষে শতশত দর্শকদের উপস্থিতিতে প্রধান অতিথি, চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন।