কুমিল্লার পেপার ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এখনো অস্বস্তি কাটেনি বিএনপির। এজন্য স্বতন্ত্র প্রার্থীদের গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে তলব করছে দলটি। ইতোমধ্যে বেশ কয়েকজন ‘বিদ্রোহী প্রার্থী’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এছাড়া যাচাই-বাছাইয়ের সময় তথ্যে গরমিল পাওয়ায় অন্তত ৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র থেকে এ খবর জানা গেছে।
জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যুগান্তরকে বলেন, তফসিল ঘোষিত সময়সীমার মধ্যেই দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন; তা না হলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘বিএনপির মতো এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর। প্রত্যাহারের সময় শেষ হয়নি। আমরা আহ্বান জানিয়েছি দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আশা করছি, তারা প্রত্যাহার করবেন। অনেকেই ইত্যোমধ্যে প্রত্যাহার করার কথা জানিয়েছেন। প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে বলে আশা করছি।’
বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে প্রায় প্রতিদিনই স্বতন্ত্র প্রার্থীদের ডাকা হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কেন্দ্রীয় নেতারা আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং দলের জন্য পরীক্ষিত ও ত্যাগী নেতা রয়েছেন। তাদেরও ডাকা হবে। দায়িত্বশীল নেতারা প্রথমে তাদের বোঝাচ্ছেন এবং বিভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিচ্ছেন। এতেও কাজ না হলে কঠোর হবে বিএনপি। সেক্ষেত্রে বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া স্থানীয় পর্যায়ে যারা পদে থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটের মাঠে কাজ করবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। দলীয় সূত্র আরও জানায়, ইতোমধ্যে নিজ আসনে শক্তিশালী অবস্থানে, কিন্তু মনোনয়ন পাননি-এমন নেতাদেরও মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসাবে শুক্রবার ভোলা-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলমকে পদোন্নতি দিয়ে দলের চেয়ারম্যানের উপদেষ্টা করা হয়েছে। নাজিমউদ্দিন আলম এই আসনে মনোনয়ন চেয়েও এবার পাননি।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, একটা বড় রাজনৈতিক দলে বিভিন্ন পর্যায়ে অনেক প্রত্যাশা থাকে। কিন্তু আসন সমঝোতা, জোটগত হিসাব-নিকাশ ও বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে বিএনপির বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। সেখান থেকেই কিছু মনঃকষ্ট তৈরি হয়েছে। তাই তাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী বা ক্ষুব্ধ হয়েছেন। তবে বিএনপি কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। কিছু ক্ষেত্রে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি, বিষয়গুলোর দ্রুতই মীমাংসা হবে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। পরে এক ভিডিও বার্তায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। ভিডিও বার্তায় একরামুজ্জামান বলেন, ‘২০০৪ সাল থেকে ২০ বছরের বেশি সময় ধরে বিএনপির পতাকাতলে ছিলাম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত নেত্রী খালেদা জিয়ার সম্মানে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে দাখিলকৃত আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের কাছে দোয়াপ্রার্থী যে কোনো পরিস্থিতিতে যেন আপনাদের পাশে থাকতে পারি।’ ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ’ বলে তিনি বক্তব্য শেষ করেন।
একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এর আগেও একাধিকবার প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে লড়াই করে পরাজিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হন।
ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন (মুর্শিদা জামান পপি)। তিনি জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ-সদস্য শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী। বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি মিত্র দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এমএ খালেকও স্বতন্ত্র প্রার্থী হয়েছে। ৩০ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে এমএ খালেককে দল থেকে বহিষ্কার করা হয়। তবে বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এমএ খালেক। এই সাক্ষাতের ফলে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনসহ বিভিন্ন আসনে ‘বিদ্রোহী’দের প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটির নেতারা মনে করছেন, এমএ খালেকসহ অনেক ‘বিদ্রোহী’ তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এ আসনে তার জোরালো প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দলটির সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। আঙ্গুরকেও শুক্রবার গুলশান কার্যালয়ে ডেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সৃষ্ট জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ রাজনৈতিক আনুগত্য রেখে আমি আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
বিএনপির পদধারী বিদ্রোহী প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১ আসনে শহীদুল ইসলাম চৌধুরী, মুন্সীগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলি, যশোর-১ আসনে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, ফেনী-২ আসনে মো. এয়াকুব নবী ভূঁইয়া, এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, ফেনী-৩ আসনে মো. মাহবুবুল হকসহ অন্তত ২৫ জনের মনোনয়নপত্র আগেই বাতিল করেছে রিটার্নিং অফিসার।
এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ইতোমধ্যে কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত অন্যরা হলেন-জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর। তবে দেখা গেছে ৬০টিরও বেশি আসনে দলীয় পদে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন শতাধিক প্রার্থী। রিটার্নিং অফিসার ইতোমধ্যে মনোনয়নপত্র বাছাই করেছেন, সেখানে অন্তত ৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নানা ত্রুটির কারণে বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরও শুক্রবার শেষ হয়েছে। আপিল নিষ্পত্তি আজ থেকে থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
তথ্যসূত্র: যুগান্তর