সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার।।
টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। কুমিল্লার দেবিদ্বারে ডুবে গেছে গোমতী চরের সব্জি ও ফসলের মাঠ। উপজেলার পৌর এলাকা এবং চারটি ইউনিয়নের সহস্রাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। বসত ভিটায় পানি উঠায় অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন।
সরেজমিনে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর, গঙ্গানগর, পৌর এলাকার বড় আলমপুর, শিবনগর. বিনাইপাড়, ভিংলাবাড়ি এবং ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় গ্রাম গুলিতে প্রবেশের সড়কসহ আশ-পাশের এলাকা ডুবে গেছে। অনেকের ভিটায় পানি উঠে যাওয়ায় ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। চরের ভিতরে জমিতে পানি উঠে যাওয়ায় ধানি জমিসহ শাক-সব্জি ও পাট-ধনচের জমির ওপর দিয়ে পানি যাচ্ছে। উপজেলার শিবনগর, খলিলপুর, মাছুয়াবাদ এলাকার বেড়িবাঁধে ইঁদুরের গর্ত দিয়ে পানি বের হওয়ায় বালির বস্তা ফেলে তা বন্ধ করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রঘুরামপুর ৩০৫ টি, পৌরসভার বড় আলমপুর এবং শিবনগর এলাকার ১৪২ টি ও গঙ্গানগর ৪৭টি পরিবার পানিবন্দি হয়ে গেছে। তবে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের তথ্য এখনো হাতে আসেনি। গোমতী বাধের ভিতরে আটকে পড়া মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিতে ৪টি টিম কাজ করছে। এদের মধ্যে জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর ও গঙ্গানগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সে¦চ্ছাসেবী সংগঠনের সম্বনয়ে তিনটি টিম এবং বড় আলমপুরে পৌরসভার একটি টিমসহ চারটি টিম কাজ করছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড থেকে একটি টিম পুরো এলাকার কোথাও বেঁড়িবাধের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা দেখাশোনা করছে।
পানি উন্নয়ন বোডের্র উপবিভাগীয় প্রকৌশলী মো. সেলিম মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেবিদ্বার এলাকায় গোমতীর পানি ৭.৭ সেমি. উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গড়ে প্রতিঘন্টায় ২.৩ সেমি. পানি বৃদ্ধি পাচ্ছে। এ এলাকায় বিপৎসীমা ৮.৫ সেমি.।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন নবী তালুকদার জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে ফেলা হচ্ছে। আমাদের কাছে শুকনো খাবারের ব্যবস্থা আছে। যদি এখনও কোন সংকট দেখা দেয়নি। আমরা শিবনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুরামপুর মাদ্রাসা ভবন ও জাফরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছি।