মারুফ আহমেদ, কুমিল্লা।।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত অফিস প্রধানদের মধ্য হতে ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখায় কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। এই ঘটনায় এলজিইডি কুমিল্লায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী এ পুরস্কার প্রাপ্তি উপলক্ষে নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এলজিইডি সূত্রে জানা যায়, প্রতি বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে কর্মরত অফিস প্রধানদের সততা,নিষ্ঠা,কর্মদক্ষতার উপর ভিত্তি করে পুরস্কারটি প্রদান করা হয়। এবার
নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী এই পুরুষ্কার পেয়েছেন।
এসময় নির্বাহী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী বলেন, আমার এই অর্জনের জন্য এলজিইডি,কুমিল্লার সকল কর্মকর্তা- কর্মচারীদের ধন্যবাদ জানাই। তাদের সহযোগীতার কারণেই আমার এই অর্জন।
এরপর, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।