নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং অংশে চট্টগ্রামগামী একটি অজ্ঞাত পিকআপের চাপায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিলের (৮৮) মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই বাজারে মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের কোরপাই বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত পিকআপ চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মসজিদের ফজরের নামাজ পড়া মুসুল্লিরা ও স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এই বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, এধরনের কোন দুর্ঘটনার খবর আমাদেরকে কেউ জানায়নি। এসময় আমাদের টহল পুলিশ মহাসড়কে থাকে। কেউ এঘটনায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা গাড়িটি আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।