বুড়িচংয়ে আতশবাজী-পটকাসহ আটক দুই

মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৯শত পিস ভারতীয় আতশবাজী-পটকাসহ দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার সদর ইউনিয়নের জরুইন গ্রাম থেকে বিপুল পরিমান এ আতশবাজী-পটকা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এস আই মামুন, এ এস আই ওয়াহিদ উল্লাহ, এ এস আই মহসীন আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নের জরুইন বড় বাড়ীতে অভিযান চালায়। অভিযানে ৭টি কার্টন ভর্তি ৯ হাজার ৯শত পিস ভারতীয় আতশবাজী-পটকাসহ দুইজনকে আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানায়।

আটককৃতরা হলো জরুইন গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র কাউসার আহমেদ (২৪) ও বুড়িচং উত্তরপাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম তানভীর (২৭)।
এ ঘটনায় আটককৃতদের নামে মামলা দায়ের পূর্বক আসামীদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।