বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলা রামপুর অংশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: আসাদ( ২৯) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার রামপুর অংশে এ ঘটনা ঘটে। নিহত মোঃ আসাদ ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ গ্রামের ফরিদ আহম্মেদের ছেলে। সে কংশনগর বাজারে ব্যবসা-বানিজ্য করতেন বলে জানা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ফারুখ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ক্যান্টনমেন্ট থেকে মোঃ আসাদ তার মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাওয়ার পথে রামপুর এলাকায় পিছন থেকে এম এস ট্রান্সপোর্টের একটি মিনিবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ মারা যান বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি জানান,আমি ছুটিতে আছি,ঘটনা আপনাদের মাধ্যমে শুনেছি।