ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে কুমিল্লায় পোস্টাল কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ।।
গ্রামীন ডাক সার্ভিস উন্নয়ন ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ই.ডি কর্মচারীদের সরকারের নিকট পেশকৃত বর্তমান পারিশ্রমিক ভাতার চারগুণ বৃদ্ধিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে কুমিল্লা জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে রবিবার (২৪ জুলাই) দুপুরে কুমিল্লা প্রধান ডাকঘরের ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সমীপে স্মারকলিপি প্রদান করে কুমিল্লা জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, সাধারণ সম্পাদক আবু হানিফ,সাংগঠনিক সম্পাদক রমজান আলী।
বক্তারা বলেন, বাংলাদেশ ডাক বিভাগের গ্রামীন ডাক ব্যবস্থাপনায় সাড়ে ৮ হাজার ডিজিটাল পোস্ট অফিসের প্রায় ২৩ হাজার অবিভাগীয় (ই.ডি) কর্মচারী সততা ও নিষ্ঠার সাথে দেশের মোট জনসংখ্যার গ্রামাঞ্চলে বসবাসরত ৮০% মানুষের ডাক সেবায় নিয়োজিত। ই.ডি) কর্মচারীরা সরকারের নির্দেশনায় ডাক বিভাগের ডিজিটাল কার্যক্রম সেবার মান ও রাজস্ব আয় বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাই সরকারের নিকট
পেশকৃত বর্তমান পারিশ্রমিক ভাতার চারগুণ বৃদ্ধিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

এ সময় কুমিল্লা জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের নুর মোহাম্মদ, আব্দুল গফুর, জয়নাল আবেদীন, আজাদ হোসেন, আবুল কাশেম, মোঃ ছাদেক সহ জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।