বিদ্যুতের উপর চাপ কমাতে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নিবে কুবি

এবিএস ফরহাদ, কুবি।।
বিদ্যুতের উপর চাপ কমাতে সরকারি নির্দেশনায় সপ্তাহে চার দিন সশরীরে ও একদিন অনলাইনে ক্লাস নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রবিবার (২৪ জুলাই) বিশেষ একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

তিনি বলেন, সরকারের কৃচ্ছসাধন নীতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো অধিক দায়িত্বশীল প্রতিষ্ঠান। সংকট নিরসনে আমাদেরকেই নেতৃত্ব দেওয়া উচিত৷ এছাড়াও বুয়েটও সকল ক্লাস অনলাইন নোওয়ার ঘোষণা দিয়েছে।

কার্যকরের বিষয়ে তিনি বলেন, আগষ্টের ১ তারিখ থেকে এ নীতি কার্যকর হবে। শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। প্রত্যক বিভাগের চেয়ারম্যান ও ডিনদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।