স্টাফ রিপোর্টার।।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের কুমিল্লা- ৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা ড. মোবারক হোসাইন আজ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা -৫ আসনের নির্বাচন কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল,
ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী,ব্রাহ্মণপাড়া উপজেলার আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির খন্দকার শাহজালাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি আজাদ খানসহ দলীয় নেতাকর্মীরা।