মারুফ আহমেদ।।
কুমিল্লায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ০১ টি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর এলাকা থেকে সোমার ভোর সকালে এসব আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই/ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার ভোর ৫ ঘটিকায় ঢাকা মুখে লেনে প্রতিদিনের ন্যায় অভিযান চলাকালীন সময়ে একটি মিনি কাভার্ড ভ্যান কে সিগনাল দিলে, কাভার্ড ভ্যান’র (ঢাকা মেট্টো-ন-১৭-০৩৭৮) চালক গাড়িটি রাস্তার ডান পাশে থামিয়ে দরজা খুলে নেমে দৌড় দিয়ে পালিয়ে যায়।
পুলিশ গাড়িটি তল্লাশি করে চালকের পাশের সিটের সামনে একটি বস্তার ভিতর ৩ পোটলায় ৫ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।
এই বিষয়ে পলাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।