অনলাইন ডেস্ক।।
মাস্ক না পরে গির্জা পরিদর্শনে যাওয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে ১৭৪ ডলার জরিমানা করা হয়েছে।
রয়টার্স জানায়, সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ নাগরিকদের ঘরোয়া আয়োজনসহ সব ধরনের পাবলিক প্লেসে মাস্ক পরার নির্দেশ দেন।
তারপর দিনই গির্জা পরিদর্শনের সময় দেশটির প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভসহ অন্যান্যরা মাস্ক না পরায় তাদেরকে জরিমানা করা হয়।
বার্তাসংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে স্বাস্থ্যমন্ত্রী কিরিল বলেন, ‘রিলা মোনাসটারি গির্জায় যারা মাস্ক ছাড়া গিয়েছেন তাদের সবাইকে জরিমানা করা হবে। এক্ষেত্রে বোরিসোভের পাশাপাশি সাংবাদিক, ফটোগ্রাফার যারাই মাস্ক ছাড়া গির্জায় গেছেন তাদের প্রত্যেককে জরিমানা করা হবে।
মহামারি মোকাবিলায় কঠোর লকডাউন ও পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলকসহ অন্যান্য বিধিনিষেধের কারণে বুলগেরিয়ায় করোনাভাইরাস পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এই মাসে দেশটি নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করে। তবে গত সপ্তাহে নতুন করে ৬০৬ জন আক্রান্ত হওয়ার পর আবারও ট্রেন, বাসসহ সব ধরনের পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
এখন পর্যন্ত বুলগেরিয়ায় করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ১১৪ জন। করোনায় মারা গেছেন ২০৮ জন।