স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের মো: রায়হান নামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে মুরাদনগর উপজেলা প্রশাসন, বাঙ্গরাবাজার থানা ও মুরাদনগর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে নিহতের নিজ গ্রামে দাফনকাজ শেষ করা হয়। এসময় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, নিহতের বাবা ও চাচাতো ভাই উপস্থিত ছিলেন। পরে বলিঘর গ্রামটিকে লকডাউন ঘোষণা করেন ইউএনও। তিনি জানান, করোনা ভাইরাসের উপস্থিতি ছিলো কি-না পরীক্ষার রিপোর্ট আসলে জানা যাবে। রিপোর্ট আসার আগ পর্যন্ত গ্রামটি লকডাউন থাকবে। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে দাফন শেষে মরদেহ বহনকারী স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই গুলো বারতি শতর্কতার জন্যে আগুনে পুড়ে ফেলা হয়।
উল্লেখ্য, বুধবার দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থী রায়হানের মৃত্যু হয়। সে মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের মোখলেছুর রহমান ছেলে। সে এইচ.এস.সি পরিক্ষার্থী। মৃত্যুর আগে তার দেহে জ্বর, শ্বাসকষ্ট এবং প্রচন্ড ব্যাথার উপসর্গ ছিলো। নিহতের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।