মেঘনায় একদিনে ৮জন করোনায় আক্রান্ত

মোঃ মিজানুর রহমান, মেঘনা।।
কুমিল্লার মেঘনায় উপজেলায় একদিনে ৮জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে মেঘনায় মোট আক্রান্ত সংখ্যা ১০জন। ইতিমধ্যে আক্রান্ত ২জন সুস্থ হয়েছে।
রোববার দুপুরে মেঘনার রাধানগর ইউনিয়ন এর মুগারচর গ্রামের একই পরিবারের তিনজন ( মা, বাবা ও মেয়ে) করোনায় পজিটিভ এসেছে। অন্যদিকে একই উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন এর একই পরিবারের পাচঁ জনেরও করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে । আক্রান্ত আট জন রোগীই ঢাকা থেকে এসেছে। দুটি পরিবারের বাড়ি লকডাউন করা হয়েছে।
জানা যায়, গত ১০/১২ দিন আগে ঢাকায় কর্মরত এক ব্যাক্তি শারিরীক অসুস্থতা নিয়ে শ্বশুরবাড়ি ( মুগারচর ) আসে। সচেতনতার অংশ হিসেবে নিজে থেকে আলাদা খালি বাড়িতে পরিবার সহ কোয়ারেন্টাইনে যান তিনি। কিন্তুু কিছুদিন থাকার পরও অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ওই পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে আজ ৩ জনের ফলাফল পজেটিভ আসে।
অতিরিক্ত সচেতনতা স্বরূপ আক্রান্ত দুইটি পরিবারের সাথে কারও কোন যোগাযোগ নেই, দূর থেকেই দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী।
আক্রান্তদের নিজ বাড়িতে রেখেই চিকিৎসা ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসেন।