মেঘনায় মসজিদের ইমামদের মানবেতর জীবনযাপন

মোঃ মিজানুর রহমান, মেঘনা ।।
করোনা ভাইরাস মোকাবেলায় সকলেই আজ গৃহবন্দী। কর্মহীন হয়ে পরেছে অনেকেই। অনেকের আবার কর্ম থাকলেও নেই কোন আয়-রোজগার। এমন পরিস্থিতিতে মেঘনা উপজেলার ৩৯৮টি মসজিদের অন্তত ২শ জন ইমাম মানবেতর জীবনযাপন করছে।
ইমাম সাহেবদের বর্তমান পরিস্থিতি জানতে জাতীয় ইমাম সমিতির মেঘনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান মিয়াজি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও কোষাধ্যক্ষ হাফেজ ইদ্রিস যুক্তিবাদীসহ কয়েক জনের সাথে কথা হয়।
তারা জানান, মেঘনা উপজেলার প্রায় ২শ মসজিদের ইমামগন পরিবার পরিজন নিয়ে চলতে বেশ হিমসিম খাচ্ছে। কিছু সংখ্যক ইমাম স্থায়ী বাসিন্দা হলেও অনেকেই অন্য উপজেলা থেকে এখানে চাকরি করতে এসেছেন। দেশের এই পরিস্থিতির কারনে অনেকেই বাড়ি যেতে পারছেন না। এসব ইমামগন পরিবারের খোঁজখবর রাখলেও এই মুহূর্তে পাশে দাড়াতে পারছেন না। নানান সংকটে তাদের সংসার চললেও লোকলজ্জায় কাউকে কিছু বলতে পারছেন না।
মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার কুমিল্লার পেপার নিউজ পোর্টালকে জানান, অন্যান্য পেশাজীবীদের মতো তিনি ইমাম সাহেবদেরও পাশে থাকবেন।