মাহফুজ নান্টু।।
একমাত্র মেয়ের জন্মদিন। বিগত বছরগুলোতে মেয়ের জন্মদিন ঘটা করে উদযাপন করা হতো। নিকট আত্মীয়-বন্ধুরা আসতো অনুষ্ঠানে। হৈ-হুল্লোড় করে আনন্দে দিনটি কাটতো তাদের। আড্ডা গানে জমে উঠতো পারিবারিক মিলনমেলা । তবে এ বছর পারিবারিক আয়োজনটি বাদ দিয়েছেন তিনি। চারদিকে করোনা স্থবিরতায় থাকা অন্তত ৭০ টি পরিবারের মাঝে তুলে দেন খাবার সামগ্রী । আর এভাবেই ব্যতিক্রম আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার রাতে একমাত্র মেয়ে শুভশ্রী দাস প্রাপ্তি’র জন্মদিন উদযাপন করলেন পুলিশ কর্মকর্তা পরিমল দাস।
কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত উপ-পরিদর্শক পরিমল দাস পেশাগত দায়িত্ব পালনে জেলাবাসীর কাছে একজন চৌকস অফিসার হিসেবে পরিচিত। মঙ্গলবার রাতে মেয়ের জন্মদিনে গাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন নিজেই। রাতের নিস্তব্ধতায় নিরবেই অসহায় নিম্ম আয়ের মানুষের ঘরের দরজায় হাজির হন খাবার সামগ্রী নিয়ে। মানবিক এই পুলিশ কর্মকর্তার খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত খাবারের সমস্যায় থাকা মানুষগুলো। এভাবেই রাতভর বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দিয়ে উদযাপন করলেন মেয়ের জন্ম দিন।
মেয়ের জন্মদিনের অনুভূতি জানতে চেয়েছিলাম এসআই পরিমল দাসের কাছে। তিনি বলেন, অন্য বছর গুলোতে মেয়ের জন্মদিনে পারিবারিক বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে অনেক আনন্দ করা হতো। এবার বিশ্বব্যাপী চলা মহামারীতেই পালন করলাম মেয়ের অষ্টম জন্মদিন। রাতভর ঘুরে ঘুরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সাথে মেয়ের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছি। এবারের জন্মদিনে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করতে পেরে মনে হচ্ছে বিগত সময়ের তুলনায় দ্বিগুন আনন্দ পেয়েছি।