‘যন্ত্রণাহীন মৃত্যু’ গুগল করেছিলেন সুশান্ত: পুলিশ

বিনোদন ডেস্ক।।
​১৪ জুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার আগে বেশ কয়েকটি জিনিস এবং নাম গুগলে খুঁজে দেখেন সুশান্ত সিং রাজপুত। প্রয়াত মোবাইল এবং ল্যাপটপের ফরেনসিক রিপোর্ট প্রকাশ্যে আসার পর পুলিশের হাতে এই তথ্যই উঠে আসে। খবর আনন্দবাজার পত্রিকা ও জি নিউজের।

জানা যায়, ১৪ জুন আত্মহত্যার কয়েক ঘন্টা আগে যন্ত্রণাবিহীন মৃত্যু কীভাবে হয়- বলে গুগলে খুঁজে দেখেন সুশান্ত সিং রাজপুত। যন্ত্রণাহীন মৃত্যুর পাশাপাশি গুগলে নিজের নামও খুঁজে দেখেন সুশান্ত। পাশাপাশি প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান এবং মানসিক অবসাদ লিখেও খোঁজ করেন সুশান্ত সিং রাজপুত। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

এদিকে, যদি প্রয়োজন পড়ে তাহলে রিয়া চক্রবর্তীকে নিজেদের হেফাজতে নেয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে বিহার পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে সুশান্তের মৃত্যুতে অযথা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মুম্বই পুলিস যেখানে ঘটনার তদন্ত করছে, সেখানে সুশান্তের মৃত্যুতে সিবিআইকে ডাকার কোনও প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেন অনিল দেশমুখ।