আন্তর্জাতিক ডেস্ক।।
গোটা বিশ্বের সঙ্গে সুইডেনও লড়ছে করোনার বিরুদ্ধে। আর সেই লড়াইয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছেন তিনিও, চিকিৎসাকর্মীদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছেন সুইডেনের রাজকুমারী সোফিয়া। স্টকহলমের এক হাসপাতালে সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছেন তিনি।
অনলাইনে তিন দিনের একটি কোর্স করার পর স্টকহলমের সোফিয়া হেমেট হাসপাতালে কাজে যোগ দিয়েছেন বছর পঁয়ত্রিশের রাজকুমারী সোফিয়া। করোনাভাইরাসে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।
রাজকুমারী সোফিয়া সরাসরি ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় অংশ নেবেন না। বরং হাসপাতালে চিকিৎসায় সহযোগী নানান কাজ করবেন। চিকিৎসা ছাড়াও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত করার কাজ, যন্ত্রপাতি পরিষ্কার, রান্নাঘরে সহযোগিতার মতো কাজ করবেন সোফিয়া।
হাসপাতালটি সপ্তাহে ৮০ জনকে এমন অনলাইনে প্রশিক্ষণ দিতে পারে,যাঁদের চিকিৎসার সঙ্গে যুক্ত হওয়ার কোনও পূর্বঅভিজ্ঞতা নেই, অথচ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান, প্রশিক্ষণ নিতে পারেন। তেমনই প্রশিক্ষণ নিয়েছেন রাজকুমারী সোফিয়াও।
সুত্রঃ আনন্দবাজার পত্রিকা