লাকসামের তিন পুলিশ কর্মকর্তা আইসোলেশনে, কোয়ারেন্টাইনে ১৩জন

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে করোনায় নতুন করে তিনজন পুলিশ কর্মকর্তাসহ চারজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট ৩০জনের করোনা শনাক্ত হয়েছে। ওই তিনজন পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে। এদিকে লাকসামের একটি স্কুলে অস্থায়ী ব্যারাকে থাকা আরো ১৩জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল আলী জানান, লাকসাম থানার তিন পুলিশ কর্মকর্তার গত ২০মে নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ শনিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। ওই তিনজন পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে।
এদিকে ওই তিন পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় লাকসামের একটি স্কুলে অস্থায়ী ব্যারাকে থাকা আরো ১৩জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামীকাল বাকীদের নমুনা সংগ্রহ করা হবে। এদিকে লাকসামের ৩০জনের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৩জন।