নাঙ্গলকোটে চিকিৎসকসহ মোট আক্রান্ত ৪৬, হাসপাতাল লকডাউন

মো: ওমর ফারুক,নাঙ্গলকোট।।
কুমিল্লার নাঙ্গলকোটে ২৩ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৬ জন। প্রথম ১১ মে করোনায় আক্রান্ত হয় রায়কোট দক্ষিণ ইউপির পূর্ব বামপাড়া গ্রামের বউ-শাশুড়ি। এরপর থেকে বৃদ্ধি পাচ্ছে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা। শনিবার আটজন চিকিৎসকসহ ২৫ জন আক্রান্ত হয়। তারা হলেন- উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসকসহ ১৩ জন। অন্যদিকে মালিপাড়া গ্রামে একজন,সাহেদাপুর গ্রামে একজন, পশ্চিম বামপাড়া গ্রামে একজন, চারতুপা গ্রামে একজন, হরিপুর গ্রামে দুইজন, মন্নারা গ্রামে দুইজন, দেওভান্ডার গ্রামে একজন, সোন্দাইল গ্রামে একজন, চেকম গ্রামে একজন । এই ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ মে। নাঙ্গলকোটের এ্পোলো হাসপাতালটি লকডাউন করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা: দেব দাস দেব। তিনি আরও জানান, এখন এপর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে, ৩শ ৫০ জনের। তার মধ্যে তিনশ’জনের রিপোর্ট এসেছে। এখনো ৫০ জনের রিপোর্ট আসেনি। করোনা আক্রান্তদের মধ্যে ২১ জন সুস্থ আছেন। নাঙ্গলকোটে এ্পোলো প্রাইভেট হাসপাতালের মার্কেটিং অফিসার এনায়েত উল্লার মাধ্যমে সরকারি হাসপাতালের ডাক্তাররা আক্রান্ত হয়েছেন। তার এ্পোলো হাসপাতালটি লকডাউন করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন- সরকারি হাসপাতালটি লকডাউন করার প্রস্তুতি চলছে।