লাকসামে সম্মিলিত উদ্যোগে দেড় হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

আমজাদ হাফিজ, লাকসাম।।
কুমিল্লার লাকসাম পৌর এলাকার দেড় হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, ৪নং ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও স্থানীয় বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে উত্তর লাকসাম, জেলে পাড়া, হাউজিং এস্টেট এলাকা এবং স্থানীয় হিন্দু সম্পদায়ের দেড় হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে পেয়ারাপুর উত্তর পাড়া, পশ্চিম পাড়া ও জেলে পাড়ায় ৫ শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের ক্রান্তিকালে বিপর্যস্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার। ৪নং ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও স্থানীয় বিত্তবানদের অর্থায়নে গৃহিত উদ্যোগ বাস্তবায়িত হয়। সরকারি বরাদ্দের পাশাপাশি পৌর প্যানেল মেয়র, আওয়ামী নেতাকর্মী ও স্থানীয় বিত্তবানদের সহায়তায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট কর্মহীন ও হতদরিদ্ররা।
সাম্প্রতিক সংকট উত্তরণ অবধি কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন বলেন,‘সাম্প্রতিক প্রেক্ষাপটে করোনার প্রকোপে বিপাকে পড়া কর্মহীন ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নির্দেশ মোতাবেক আমাদের গৃহিত উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করায় আমি ৪নং ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও স্থানীয় বিত্তবানদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল কাদের শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, সহ-সভাপতি সাগর সিং, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ, রফিকুল ইসলাম রাসেল, তৌফিকুল হায়দার আব্দুল আলিম, প্রচার সম্পাদক শাহীন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজিবুর রহমান লুহিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন জনি, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ।