মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা ।।
কুমিল্লার চান্দিনায় শিশু আরাফাত হোসাইনকে (৮) গলাটিপে হত্যার ঘটনায় সৎ মা সুমী আক্তার ও বাবা ফরিদ মিয়াকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার কুমিল্লার আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় শিশুটির সৎ মা সুমী আক্তার। পরে আদালত সৎ মা ও শিশুটির বাবাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সৎ মা ও শিশুর বাবাকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন আরাফাতের মা ফেরদৌসী বেগম। শিশুটির সৎ মা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। তবে মামলার আরও তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয়।
উল্লেখ্য, চান্দিনা উপজেলার তীরচর গ্রামের আরাফাত হোসাইন নামের ওই শিশুকে গলাটিপে হত্যা করে সৎ মা। মরদেহ গোপন করতে বাড়ির গোয়াল ঘরে খড় দিয়ে ঢেকে রাখে। ১০ ঘন্টা পর রবিবার রাত ১১টায় তীরচর গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত তীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সম্পত্তির লোভেই শিশুটিকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।