স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা কাউন্সিলর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার, এম্বুলেন্স চালকসহ কুমিল্লা জেলায় ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৬ জন। এ দিন কুমিল্লা নগরীতে আক্রান্তের সংখ্যা ১৪ জন। কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার কুমিল্লা নগরীতে ১৪জন,চৌদ্দগ্রামে ১৬জন,দেবিদ্বারে ১৪জন,লাকসামে সাতজন,বরুড়ায় চারজন,আদর্শ সদরে একজন,বুড়িচংয়ে নয়জন,মুরাদনগরে দুইজন এবং ব্রাক্ষণপাড়ায় নয়জন আক্রান্ত হন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট ১০হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার পর্যন্ত আট হাজার ৯৮৫ জনের রিপোর্ট আসে। মঙ্গলবার দেবিদ্বারে ১১জন,মুরাদনগরে একজন ও বুড়িচংয়ে তিনজনসহ ১৫ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৫৭ জন। একই দিন চান্দিনা ও চৌদ্দগ্রামে দুইজনসহ জেলায় মোট মারা গেছেন ৩০ জন।