পারভেজ সরকার,দেবিদ্বার।।
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের চারবারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, শুধু উন্নয়নে নয় শিক্ষায়ও দেবিদ্বারকে এগিয়ে নিতে সমানভাবে আমি কাজ করেছি। ১৯৯২ সালে দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠা করি। যেন আমার দেবিদ্বারের মেয়েরা লেখাপড়া করে ডিসি এসপি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন। বৃহস্পতিবার সকালে দেবিদ্বার আলহাজ¦ মাজেদা আহসান মুন্সী ছাত্রী নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

কলেজের ইংরেজি প্রভাসক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চলনায় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল আহসান মুন্সীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাজেদা আহসান মুন্সী, কুমিল্লা জজকোর্টের পিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান, কলেজের পরিচালনা পর্ষদের বিদুৎসাহী সদস্য আনোয়ার হোসেন পাঠান ভুলু, দাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা।
এ সময় আরো বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ভূইয়া, পরিচালনা পর্ষদের অভিবাবক সদস্য সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, এডভোকেট আবদুল আউয়াল, একাদশ শ্রেণীর বিঞ্জান বিভাগের শিক্ষার্থী নাঈমা খানম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে ছাত্রী নিবাসের উদ্বোধন করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।