স্টাফ রিপোর্টার।।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, সড়কেনমর নানা অসঙ্গতি নিয়ে আমরা সড়ক বিভাগের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করছি। আগামী ২৯ নভেম্বরের মধ্যে দাবিগুলো না মানলে ৩০ নভেম্বর ঢাকামুখী লংমার্চ কর্মসূচি দেয়া হবে।
কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে আজ সোমবার ২০ অক্টোবর কুমিল্লায় সড়ক বিভাগ সংশ্লিষ্ট নানা দাবিতে শাকতলা সড়ক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান শেষ তিনি এসব কথা বলেন।
কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার এর সভাপতিত্বে, মহানগর সদস্য সচিব নাসির উদ্দিনের পরিচালনায় স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী।
দাবিসমূহ হলো, পদুয়ার বাজার বিশ্বরোডে সড়ক বিভাগ সৃষ্ট দানবীয় ব্যারিকেড অপসারণ, অসমাপ্ত রেলওভার পাস হোটেল নুরজাহান পর্যন্ত বর্ধিতকরণ, বিকল্প সড়ক হিসেবে ২০১৮ সালে অধিগ্রহণকৃত সড়ক কুমিল্লা রাজগুঞ্জ চৌমুহনি থেকে সেনবাগ চৌমুহনী, কুমিল্লা বালুতুপা-আদিনা মুড়া বরুড়া সড়ক এর উন্নয়ন কাজ নভেম্বর-২০২৫ মধ্যে শুরু করা, কুমিল্লা পুরাতন শহর সড়কটির অবিলম্বে উন্নয়ন কার্যক্রম শুরু, বঞ্চিত কুমিল্লা উত্তরের একমাত্র সড়ক বিভাগের রাস্তা কুমিল্লা সালদা-কসবা সৈয়দাবাদ সড়কের কার্যক্রম শুরু এবং গোমতির উপর চাঁনপুরে পুরাতন বেইলি সেতু দুই লেনে বর্ধিতকরণের।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী আরো বলেন, দাবিগুলো কুমিল্লাবাসীর অধিকার। সড়ক বিভাগের অপরিকল্পিত রোডম্যাপে মহাসড়কে প্রতিদিন প্রাণ ঝড়ছে অসংখ্য মানুষের।
তিনি বলেন, আগামী ২৯ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করা হবে।