স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণে করোনায় আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তিনি ঐখানে গার্মেন্টসে চাকুরি করতেন। সেখানে তার সাথে একই রুমে থাকা রুমমেট করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ভয় পেয়ে বাড়ি চলে আসেন। তার বাড়ি উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা গ্রামে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম খোকা জানান, নারায়ণগঞ্জ ফেরত এই যুবকের বিষয়টি সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানোর পরও তিনি কোন প্রকার ব্যবস্থা নেননি। একজন হেলপার পাঠিয়ে ঐ বাড়িতে একটি স্টিকার লাগিয়েই তার দায়িত্ব শেষ করেছেন। যার কারণে সে বাড়ি এসেই ঘুরাফেরা করেছেন। মসজিদে নামাজ পড়েছেন।
এ প্রসঙ্গে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান জানান ,ঘটনা জানা মাত্রই তার বাড়ি লকডাউন করা হয়েছে।