সদর দক্ষিণে ১১শ’ দরিদ্রের মাঝে আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার।।
সারা দেশের মত করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়ও খাবার সংকটে পড়েছে অনেক দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। তাই স্থানীয় সংসদ সদস্য অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের নির্দেশনায় সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার সাতটি ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এসব খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর। এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে ৭টি ইউনিয়নের ১১শ দিনমজুর ও অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, সাবান।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, অর্থ মন্ত্রীর একান্ত সহকারী মোঃ মিজানুর রহমান, চৌয়ারা ইউপি চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ, গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়েদুর রহমান, দক্ষিণের চেয়ারম্যান জামাল প্রধান, জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হারিছ, জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হাসেম, ক্রীড়া সম্পাদক মেজবাউজ্জামান উজ্বল, সদস্য জামাল পোদ্দার, খোরশেদ, ইসহাক মেম্বার, চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহ আলম, হান্নান মজুমদার, যুবলীগ নেতা মনির, বোরহান, রোবেল, আব্দুল হান্নান মিলন, সাইফুল, আব্দুল বারেক, পারভেজ, মীর হোসেন, ফয়সালসহ দলীয় নেতৃবৃন্দ।