ডেস্ক রিপোর্ট।।
সিজারের সময় বেরিয়ে গেল নবজাতকের নাড়িভুঁড়ি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ইউনাইটেড ক্লিনিকে এক প্রসূতি মায়ের সিজার করতে গিয়ে নবজাতকের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ জানুয়ারি) রাতে ওই নবাজতক মারা গেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের সাগর আলীর স্ত্রী রুমার প্রসব বেদনা উঠলে তাকে শুক্রবার আলমডাঙ্গার ইউনাইটেড ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে দুপুরে তার সিজার করা হয়। শিশুর বাবা সাগর আলীসহ পরিবারের অভিযোগ, প্রসূতির সিজার অপারেশন করার সময় নবজাতকের পেট কেটে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। ওই অবস্থায় ৩ ঘণ্টা অন্যত্র রেখে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হয়। ভূমিষ্ঠের পর নাড়িভুঁড়ি বের হয়ে আসা নবজাতকের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। শিশুটিকে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় ইউনাইটেড ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাফ জানিয়ে দেন নবজাতককে বাঁচানো সম্ভব না। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যায় শিশুটি মারা যায়।
সাগরের ফুফাতো ভাই উজ্জ্বল হোসেন জানান, ইউনাইটেড ক্লিনিকের মালিক নাজমুল হক অপারেশন করেছেন। প্রসূতিকে সিজারের পর শিশুর নাড়িভুঁড়ি বের হয়ে আসে। ডাক্তার দিয়ে অপারেশন না করার কারণে এমনটি ঘটেছে।
শিশু সম্পর্কে নাজমুল হকের স্ত্রী বলেন, জন্মের সময় ত্রুটির কারণে নাড়ি বের হয়েছে।
শিশুর বাবা সাগর আলী বলেন, জন্মের সময় কোনো ত্রুটি থাকলে তো আল্ট্রাসনোগ্রামে দেখা যেত। কিন্তু রিপোর্ট তো স্বাভাবিক ছিল। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে।
ইউনাইটেড ক্লিনিক মালিক উপসহকারী মেডিকেল অফিসার নাজমুল হক বলেন, অপারেশন করেছেন ডাক্তার বিপাশা। জন্মের সময় ত্রুটির কারণে নাড়িভুঁড়ি বের হয়ে আসে। এটা ডাক্তারের ত্রুটি না। এখানে কারো কিছু করার নেই। বিষয়টি পোস্টমর্টেম করলেই বোঝা যাবে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মারা যাওয়া শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।