সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিপেটা, আহত ৩

নিউজ ডেস্ক।।
গত ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মো. রাশেদ খানের গাড়িতে থাকা তাঁর ইউটিউব চ্যানেলের ভিডিওম্যান সাহেদুল ইসলাম সিফাতের নিজ বাড়ি বরগুনার বামনা উপজেলায় সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন শুরু করে তার সহপাঠিরা। এ সময় পুলিশ এসে মানববন্ধনের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস আলী তালুকদার এসে মানববন্ধনরত শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার কলেজ রোডে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের বন্ধুর মুক্তির জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। এর আগেও আমরা মানববন্ধনের জন্য প্রশাসনকে জানালেও তখন তাদের বাধার কারণে করতে পারিনি। আজ যখন মানববন্ধন শুরু করেছি তখন প্রথমে পুলিশ এসে আমাদের ব্যানার নিয়ে যায়। পরে ওসি ইলিয়াস এসে আমাদের ওপর লাঠিচার্জ করেন।