নিউজ ডেস্ক।।
ঢাকার ধামরাই উপজেলায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে একটি স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে ধামরাই সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৪২)। তিনি ধামরাই উপজেলার মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক।
পুলিশ জানায়, ধামরাইয়ের সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই দুই স্কুলছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারকে জানায়। পরে গতকাল শনিবার রাতে শরিফুল ইসলামকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি মামলা করে দুই ছাত্রীর পরিবার। এর আগে ওই শিক্ষক দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলে আরো অনেক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ আরো জানায়, আটক শরিফুল ইসলামকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।
এদিকে শরিফুল ইসলামকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে জানিয়েছে, স্কুলের শিক্ষক যদি ছাত্রীদের উত্ত্যক্ত করে, তাহলে তাঁরা কীভাবে স্কুলে ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য পাঠাবেন। এ সময় এলাকাবাসী শরিফুলের কঠোর শাস্তি দাবি করেন।