স্থানীয় সরকার মন্ত্রী করোনা দুর্যোগে স্বাস্থ্যমন্ত্রীর কাজও করেছেন-মেয়র সাক্কু

মারুফ আহমেদ।।
করোনার এ দুর্যোগ কালে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রীর কাজও করেছেন, স্বাস্থ্য খাতে যখন যা প্রয়োজন হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সদর আসনের এমপি হাজী আক.ক.ম বাহা উদ্দিন বাহারসহ আমরা এক সাথে কাজ করেছি। কাউন্সিলররা মিলে প্রত্যেকটা ওয়ার্ডে সকল অনুদান পৌঁছে দিয়েছি। গতকাল সোমবার কুমিল্লা নগরীর নজরুল ইন্সস্টিটিউট কেন্দ্রের মুক্ত মঞ্চে ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার এক যুগে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র আরো বলেন, বাংলাদেশ প্রতিদিন ব্যস্ত মানুষের পত্রিকা। এখানে কম কথায় সব খবর পাওয়া যায়, তাই আমি এই পত্রিকার একজন নিয়মিত পাঠক। পত্রিকাটির সফলতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুইয়া, সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী, সিসিএন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আলী হোসেন চৌধুরী, ছড়াকার জহিরুল হক দুলাল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান,সাংবাদিক খায়রুল আহসান মানিক, মানবাধিকার সংগঠক আলী আকবর মাসুম, মহিলা আওয়ামী লীগ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক আইরীন আহমেদ ও পরিবেশ সংগঠক মতিন সৈকত।

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা কথা বলেন, এসএটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, নিউজ বাংলা 24 এর কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কুমিল্লা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, বাংলা ট্রিবিউন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মাসুদ আলম, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আশিক ইরান।

বক্তারা পত্রিকাটি বাংলা সংবাদপত্রের বিস্ময় বলে উল্লেখ করেন। তারা পত্রিকার উপ-সম্পাদকীয় পাতা ও সাহিত্য, সংস্কৃতির বিভাগে আরো নজর দেয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রীত অতিথি, পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা কুমিল্লার সাংবাদিকদেরকে নিয়ে কেক কাটেন।