স্টাফ রিপোর্টার।।
হৃদরোগের বিরুদ্ধে হৃদয় দিয়ে লড়ুন। স্লোগানকে ধারণ করে সারা বিশ্বের ন্যায় ২৯ সেপ্টেম্বর হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা’র আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস।
দিবসটি উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, দিনমজুর, শ্রমিক ও রিক্সা চালকদের মাঝে টি শার্ট ও মাস্ক বিতরণ করেন।
অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে সবাইকে হৃদয় দিয়ে লড়তে হবে। হার্টকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে তাজা শাকসবজি ও ফলমূল গ্রহণ, প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা, ধূমপান ও জর্দা বর্জন এবং লাল মাংস ও লবন পরিহার করতে হবে। এছাড়া করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় হার্ট কেয়ার ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
হার্ট কেয়ার ফাউন্ডেশেন কুমিল্লা ২০০৪ সাল থেকে হৃদরোগ প্রতিরোধ ও পুনর্বাসন নিয়ে কাজ করছে।