হোমনায় করোনা প্রতিরোধে মাঠে ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনা উপজেলায় প্রানঘাতী করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ এর নেতৃত্বে দিন-রাত মাঠে কাজ করছে ছাত্রলীগের শতশত নেতাকর্মী।
বাংলাদেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকেই হোমনা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে করোনা বিষয়ে সচেতন করতে নানা প্রচারণা চালাতে থাকে। পরবর্তীতে সাধারণ মানুষকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সংগঠনের নেতা-কর্মীরা। হোমনা উপজেলা লকডাউন হওয়ার পর থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কর্মহীন মানুষকে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়াসহ নানা ভাবে সহায়তা করে আসছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ জাতির সকল দুর্যোগে মানুষের পাশে ছিল, এখনো আছে। হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির নির্দেশনা ও পরামর্শে উপজেলা ছাত্রলীগ দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন ছাত্রলীগ করোনা মোকাবিলায় কাজ করে যাবে বলে জানিয়েছেন তিনি।