স্টাফ রিপোর্টার।।
একজন পরিপূর্ন সফল মানুষের যতগুলো গুণাবলী থাকে মোহাম্মদ ফজলে রাব্বীর মধ্যে সব গুণাবলীই ছিল। তিনি ছিলেন আপাদমস্তক একজন ভদ্র লোক। সংবাদপত্রকে তিনি বাজারের পণ্য হিসেবে ব্যবহার করতেন না।তিনি নিজে কষ্ট করেছেন কিন্তু হলুদ সাংবাদিকতাকে কখনো প্রশয় দেননি। সাংবাদিকতার নীতি ও আদর্শকে সব সময় নিজে যেমন ধারণ ও লালন করেছেন তেমনি অন্যদের উৎসাহিত করে গেছেন। সমস্ত লোভ লালসা ত্যাগ করে আমোদকে তিনি একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে গেছেন যা আজো বিদ্যমান রয়েছে। আজ থেকে ২৬ বছর আগে তিনি গত হয়েছেন। কিন্ত তার মৃত্যুর ২৬ বছর পরেও শুধু কুমিল্লা নয় বাংলাদেশের আঞ্চলিক সংবাদপত্র জগতে সে শূন্যস্থান সৃষ্টি হয়েছে তা আজো পূরণ হয়নি। বিশেষ করে কুমিল্লার সংবাদ,সংবাদপত্র ও সাংবাদিকতা জগতে তার অভাব আজো বড্ড অনুভূত হচ্ছে। শনিবার দুপুরে সাপ্তাহিক আমোদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও বরেণ্য সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বীর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
কুমিল্লা নগরীর শাকতলা সুলতানে মদিনা মডেল মাদ্রাসায় মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে সংসদের নেতৃবৃন্দ কুমিল্লার নগরীর বিঞ্চুপুরস্থ কবরস্থানে মরহুম মোহাম্মদ ফজলে রাব্বীর কবর জিয়ারত করেন।
মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সহ সভাপতি খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. প্রফেসর মোসলেহ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও লায়ন্স ক্লাব অব কুমিল্লা গ্রেটারের সাবেক প্রেসিডেন্ট জামিল আহমেদ খন্দকার,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল,সুজন কুমিল্লার সভাপতি ও দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহ মোহাম্মদ আলমগীর খান।
স্বাগত বক্তব্য রাখেন সংসদের কোষাধ্যক্ষ মাওলানা আবু হানিফ ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাহবুব। উপস্থিত ছিলেন সংসদের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোল্লা,সাংবাদিক মাহফুজ নান্টু,মহিউদ্দিন আকাশ,সুফিয়ান রাসেলসহ আরো অনেকে।
সংক্ষিপ্ত আলোচনা সভার পর সাংবাদিক সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সংসদের সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান।